ক্রঃ নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবাগ্রহনকারী ব্যক্তি/সংস্থা | সেবার স্থান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদানকারী কর্তৃপক্ষ | মন্তব্য |
---|---|---|---|---|---|---|---|
(১) | (২) | (৩) | (৪) | (৫) | (৬) | (৭) | (৮) |
০১ | ভিজিডি কর্মসূচী | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ এই কার্যক্রমের অধিনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকেঃ- ক) ২৪মাস চক্রে বিণামূ্ল্যে খাদ্যশস্য প্রদান করা হয় খ)আয়বর্ধক ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়। গ)ভিজিডি চক্র শেষে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের ঋণ সুবিধা প্রদান করা হয়। | দরিদ্র পীড়িত ও দুস্থ গ্রামীন মহিলা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | ২৪মাস/২বছর | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০২ | আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায়দরিদ্র মা’র জন্য মার্তৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী | দরিদ্র মা’র জন্য মার্তৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা হারে দুই বছর মেয়াদে মার্তৃত্বকালীণ ভাতা প্রদান করা হয় | পল্লী এলাকার দরিদ্র গর্ভবতী মহিলা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | ২৪মাস/২বছর | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৩ | ক্ষুদ্রঋণ কার্যক্রম | ক্ষুদ্রঋণ কর্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত মহিলাদেরকে আত্ন কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। | কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র মহিলা | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদন প্রাপ্তির ০১ (এক) মাসের মধ্যে ঘূর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ০২(দুই)মাসের মধ্যে বিতরণ করা হয় | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৪ | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহনের ব্যবস্থা করে থাকে। | নির্যাতিত নারী ও শিশু | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদন ও অবহিত হওয়ার প্রেক্ষিতে তাrক্ষনিক ভাবে পদক্ষেপ গ্রহন | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৫ | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন | উন্নয়ন কর্মসূচীকে আরও ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের আবেদনের প্রেক্ষিতে নিবন্ধন প্রদানের লক্ষ্যে পরিদর্শণ পূর্বক সুপারিশ করা হয়। | সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংগঠন | প্রধান কার্যালয়/জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদেনপ্রাপ্তির ১৫(পনের) দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা | মহিলা বিষয়ক অধিদপ্তর,ঢাকা |
|
০৬ | সক্রিয় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদান | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) হতে মহিলাদের আত্ন কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে মহিলা সমিতি/সংগঠন সমূহের অনুদানপ্রাপ্তির আবেদন সুপারিশপূর্বক জেলা কার্যালয়ে প্রেরণ করা হয় | নিবন্ধিত সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি/সংগঠন | প্রধান কার্যালয়/জেলা /উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদেনপ্রাপ্তির ০২ (দুই) মাসের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা | মহিলা বিষয়ক অধিদপ্তর,ঢাকা |
|
০৭ | নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্য | নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশুদের আর্থিকভাবে সাহায্যের জন্য প্রাপ্ত আবেদন সুপারিশপূর্বক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় এবং অতিদ্রুত আবেদন গ্রহণ করা হয় | নির্যাতিত, দুঃস্থ ও অসহায় নারী ও শিশু | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদনের প্রেক্ষিতে ০১ (এক) বছরের মধ্যে | মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা |
|
০৮ | সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা মূলক কার্যক্রম | নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জনসচেতনতা মূলক কার্যক্রম যেমনঃ যৌতুক নিরোধ, বাল্য-বিবাহ রোধ, যৌন হয়রানী বন্ধকরণ, এইচ,আই,ভি প্রতিরোধ ইত্যাদি সচেতনতামুলক কার্যক্রম গ্রহন | উপজেলাধীন সকল জনগোষ্ঠী | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | বছরব্যাপী ও দিবস অনুযায়ী | উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস