দারিদ্র বিমোচন কর্মসূচি
শহর সমাজসেবা কার্যক্রম
পল্লী সমাজসেবা কার্যক্রম
পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে জনসংখ্যা কার্যক্রম জোরদারকরণ প্রকল্প
এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম
হাসপাতাল (চিকিৎসা) সমাজসেবা কার্যক্রম
সামাজিক নিরাপত্তা কর্মসূচি
বয়স্ক ভাতা প্রদান কার্যক্রম
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান কার্যক্রম
সামাজিক সুরক্ষা কর্মসূচি
সরকারী শিশু পরিবার
সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রম
নিবন্ধীত বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ট বন্টন,
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন পরিবীক্ষণ ও অনুদান বন্টন
প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসেস
সনদপত্র প্রদান
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন ও বেসরকারী এতিমখানা নিবন্ধনের সনদপত্র প্রদান
প্রতিবন্ধী ব্যক্তিদের সনদপত্র প্রদান
সেবা কার্যক্রম | সেবা গ্রহীতা | সেবা প্রাপ্তির সময়সীমা |
পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) | পল্লী এলাকার দরিদ্রতম ব্যাক্তি যাদের বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত। | ১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে |
পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আরএমসি) | নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা যিনি পল্লী মাতৃকেন্দ্রের সদস্য এবং দরিদ্রতম নারী যার বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত। | ১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে |
এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম | এসিডদগ্ধ মহিলা ও শারিরীক প্রতিবন্ধী ব্যাক্তি যার বার্ষিক আয় ২০ হাজার টাকার নীচে। | ১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে |
শহর সমাজসেবা কার্যক্রম | পৌর এলাকার দরিদ্রতম ব্যাক্তি যাদের বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। | ১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে |
আশ্রয়ন/আবাসন কার্যক্রম | নির্বাচিত আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা। আশ্রয়ন কেন্দ্রের সমিতির সদস্য। | ১ম বার ঋণগ্রহণের জন্য আবেদনের পর ১মাসের মধ্যে ২/৩য় পর্যায়ে ঋণ গ্রহণের জন্য আবেদনের ২০দিনের মধ্যে |
বয়স্কভাতা কার্যক্রম | শারীরিকভাবে অক্ষম, বিপত্নিক, নিঃসমত্মান, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ, বয়স্ক পুরুষ ও নারীদের অগ্রাধিকার দেয়া হয় । | বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ। |
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্র্রম | ৬বছরের উর্দ্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজিবি কিংবা পেনশনভোগী নন। প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২৪ হাজার টাকার কম। | বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ। |
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি | সরকার কর্তৃকঅনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫বছর বয়সের উর্দ্ধে প্রতিবন্ধী ছাত্রছাত্রী। যাদের পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নীচে। | বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারী নির্বাচনসহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত শিক্ষা কালীন সময়ে। |
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা | মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২ হাজার টাকার উর্দ্ধে নয়। | বরাদ্দপ্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নূতন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ। |
সরকারী শিশু পরিবারে এতিম শিশু প্রতিপালন ও পূনর্বাসন | ৬-৯ বছর বয়সী এতিম অর্থাৎ পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন দরিদ্র শিশুকে ভর্তি করার পর ১৮ বছর বয়স পর্যমত্ম সেবা প্রদান করা হয়। | শিশু পরিবারে ভর্তির জন্য আবদন পত্র প্রাপ্তির পর আসন খালি থাকা সাপেক্ষে ১মাসের মধ্যে প্রক্রিয়া চুড়ান্তকরন। |
প্রবেশন ও আফটার কেয়ার কর্মসূচী বাস্তবায়ন | আইনের সংস্পর্শে আসা শিশু/কিশোর। | পূনর্বাসনের বিষয়ে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির অনুমোদন প্রাপ্তির ২০ কর্মদিবসের মধ্যে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস