ইউনিয়ন পরিষদ কার্যালয়
১নং রোহিতা ইউনিয়ন পরিষদ
মণিরামপুর, যশোর।
আগষ্ট-২০১৬ মাসের মাসিক সভার কার্যবিবরণী
সভার তারিখঃ ২৮/০8/২০১৬ইং
সময় ঃ সকাল ১০.০০ ঘটিকা
সভার স্থান ঃ ইউনিয়ন পরিষদ মিলনায়তন।
সভাপতি ঃ মোঃ মিজানুর রহমান
চেয়ারম্যান
১নং রোহিতা ইউনিয়ন পরিষদ
মণিরামপুর, যশোর।
সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যদের নামের তালিকা পরিশিষ্ট-‘ক’
আলোচ্য সূচীঃ
১। বিগত সভার কার্যবিবরণী পঠন ও অনুমোদন।
বিগত সভার কার্যবিবরণী অদ্যকার সভায় পাঠকরা হয় এবং সর্বসম্মতিক্রমে দৃঢ় করণ করা হয়।
২। ব্যাংক সিগনেটরী পরিবর্তন প্রসঙ্গে।
সভাপতি সাহেব জানান যে, অত্র ইউনিয়ন পরিষদের নামে সোনালী ব্যাংক লিঃ মণিরামপুর শাখায় একটি চলতি হিসাব আছে, যার নং ৩৩০০৩৮০২। উক্ত হিসাবটি ইউপি সচিব জনাব কৃষ্ণগোপাল মুখার্জীর একক স্বাÿরে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের বিগত ইং ০২/০৩/২০১৬ তারিখের স্মারক নং ৪৬.০১৮.০২৯.০০.০০.০১৩.২০১২(অংশ-১) ১২১ পরিপত্র অনুযায়ী যে সমসত্ম ইউনিয়নে নির্বাচন সম্পন্ন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সে সমসত্ম ইউনিয়নে উক্ত হিসাবটি ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব এবং একজন ইউপি মহিলা সদস্য এর যৌথ স্বাÿরে পরিচালিত হওয়ার নির্দেশনা রয়েছে। বিধায় উক্ত হিসাবের সিগনেটরী পরিবর্তন হওয়া প্রয়োজন।
সিদ্ধামত্মঃ সভায় এই বিষয়ে বিসত্মারিত আলোচনা হয়। অতপর সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংক লিঃ মণিরামপুর শাখায় হিসাব নং চলতি ৩৩০০৩৮০২ হিসাবটি বর্তমানে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু আনছার সরদার, ইউপি সচিব জনাব কৃষ্ণগোপাল মূখার্জী এবং মহিলা সদস্য মোছাঃ রুবিনা খাতুনএর যৌথ স্বাÿরে পরিচালিত হওয়ার সিদ্ধামত্ম গৃহিত হয়। এই ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সংশিস্নষ্ট ব্যাংক ম্যনেজারের দৃষ্টি আকর্ষন হয়।
অদ্যকার সভায় আর কোন আলোচনা নাথাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।
(মোঃ আবু আনছার সরদার)
সভাপতি মাসিক সভা
ও
চেয়ারম্যান
১নং রোহিতা ইউনিয়ন পরিষদ
মণিরামপুর, যশোর।
স্মারক সংখ্যাঃ রোইপ/৯-১/২০১৬/ তারিখঃ ২৯/০8/২০১৬ইং
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS